মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নেপালে প্রাণ গেল ৮ জনের

নিজস্ব প্রতিবেদক / ৩০৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ন

নেপালের পিইথান জেলায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নারীসহ ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন।

শনিবার ভোরে মধ্য-পশ্চিম নেপালের পিউথান জেলায় গাড়িটি ঢালে পড়ে এই দুর্ঘটনা ঘটে। খবর-এএনআই।

এএনআইয়ের বরাত দিয়ে দেশটির জেলা পুলিশ অফিসার বেনি প্রসাদ গাইর জানান, ওখরপাতা থেকে বাসটি লিওয়াংয়ের গৌমুখী গ্রামের দিকে যাচ্ছিল। খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলে ৬ জন মারা যায় এবং দুই জন জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। গাড়িটি বিয়ের পরে বরের বাড়ির পথে যাওয়ার সময় দুর্ঘটনার ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি যে বর-কনে গাড়িতে ছিল কিনা।

প্রাথমিক তথ্যে জানা যায়, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ ছিল।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »