বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেকে ফিরে পেলেন বাবা

নিজস্ব প্রতিবেদক / ৩৩৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ৮:২২ অপরাহ্ন

হারিয়ে যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী শাওন হোসেন (১৮) নামের এক যুবককে ফিরে পেল তার পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে।

জানা যায়, ১২ জানুয়ারি পাবনার চর তারাপুর গ্রাম থেকে সাইকেলে চড়ে ভুল করে রাজশাহীর বাঘায় চলে আসে শাওন হোসেন। পরে তাকে বাঘা বাজার থেকে থানায় আনা হয়। ওসি সাজ্জাদ হোসেন নিজ হেফাজতে রেখে বিভিন্ন থানার মাধ্যমে যোগাযোগ করে তার বাবার সন্ধান পায়। পরে সমাজসেবা অফিসার মো. নাফিজ শরীফের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আমার কাছে ছেলেটাকে একদিন রাখার পর তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »