বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুস সালাম (২৩) ও একই উপজেলার পন্ডিতপুরের ফেরদৌসের ছেলে ফরিদুল ইসলাম (২২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সোজা ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন সাইদুর ও ফরিদুল নামে দুই যুবক। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই গ্রামের রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কায় দেয়।
এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম নিহত হন। আর ফরিদুল ইসলাম হাসপাতালে নেওয়ার পর মারা যান।
বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিলন চ্যাটার্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।