শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

বেলজিয়ামে উৎসবে মানুষের ভিড়ে গাড়ি, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক / ২৬৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২, ১১:০১ পূর্বাহ্ন

বেলজিয়ামে একটি উৎসবে মানুষের ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিলে ঘটনাস্থলে ছয়জন প্রাণ হারিয়েছেন।

দেশটির রাজধানী ব্রাসেলসের ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহর স্ট্রেপি-ব্রাকিগনিসে এ গাড়ি হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। রোববার সকালে শহরটিতে ঐতিহ্যবাহী এক প্যারেডের মধ্যে দ্রুতগতির ওই গাড়িটি উঠিয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

শহরটির মেয়র জেকস রোবার্ট বলেন, দুই শতাধিক লোকের ওই প্যারেডের পেছন থেকে হঠাৎ করে গাড়িটি তুলে দিলে অসংখ্য মানুষ চাপা পড়ে।

পুলিশ পরে উন্মাদ চালকসহ গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমার প্রথমে মনে হচ্ছিল, এখানে কোনো ছবির শুটিং চলছে। পরে মানুষের আর্তচিৎকারে সবাই ছুটে এসে লোকজনদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »