নীলফামারী সদর উপজেলায় বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে ধীরে ধীরে মারা যায় একটি চিতাবাঘ।
শুক্রবার ভোরে নীলসাগর এলাকার ভবানীগঞ্জে এ ঘটনা ঘটে। তবে আরেকটি চিতাবাঘ পাশের ভুট্টা ক্ষেতে লুকিয়ে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, এলাকায় খামারে শিয়ালের হাত থেকে মুরগি বাঁচাতে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন খামারিরা। কখনো এখানে চিতাবাঘ আসতে দেখা যায়নি। তবে উপজেলার নীলসাগর এলাকার কাছেই ভবানীগঞ্জ এলাকা; সেখানে ভোরে আহত একটি চিতা বাঘ দেখতে পান স্থানীয় আব্দুর রহিম। পরে বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে ধীরে ধীরে মারা যায় বাঘটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, বনবিভাগ থেকে তাদের নিশ্চিত করা হয়েছে যে মৃত প্রাণীটি একটি চিতাবাঘ। এটি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।
সূত্রঃ যুগান্তর