কুষ্টিয়া অগ্রণী ব্যাংক লিমিটেডের বড় বাজার শাখায় টাকা জমা দিতে এসেছিলেন নুর জাহান খাতুন (৭৫) নামে এক ভিক্ষুক।
রোববার বিকালের দিকে ঐ ব্যাংকে তার টাকাগুলো খোয়া যাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশ খবর দেয়।
এ সময় ভিক্ষুক নূরজাহান বলেন, কুষ্টিয়া শহরস্ত বহুদিন ধরে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে সংসার চালানোর পর অল্প অল্প করে ভিক্ষার টাকা জমিয়ে আজ সকালের দিকে অগ্রণী ব্যাংক বড় বাজার শাখায় একটি সঞ্চয় বই করতে আসেন এবং ঐ বইয়ে ৯৩ হাজার টাকা জমা রাখার জন্য শহরের চাউলের বর্ডার এলাকা থেকে লাঠির ভরে খুড়িয়ে খুড়িয়ে আসেন।
ব্যাংকের ভিতরে থাকা এক প্রতারক তাকে নিয়ে গিয়ে ভিতরে বসান এবং কিছু টিপ সই নেন। এরপর নুরজাহানের কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যান ঐ প্রতারক। কিন্তু দুই ঘণ্টা পার হলেও ঐ লোকের কোন সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে ব্যাংকে থাকা গ্রাহকেরা পুলিশকে খবর দেন।
এসময় কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।
ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।