ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে তাহের মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল প্রধান শিক্ষক খ্যাত মোহাম্মদ রফিকুল ইসলাম এর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনু্ষ্টিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদর সভাপতিত্বে গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব দীনেশ সরকার, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি রোকসানা খাতুন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার অালী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্না,
ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজা, ভেড়ামারা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এসকেন্দার আলী,জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম, হাজী আফছার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষ মজিবর রহমান, হাজি ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই সিদ্দিকী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ভেড়ামারা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা এসকেন্দার আলী।