মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

মাইক্রোর চালকের আসনে বাবা, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

নিজস্ব প্রতিবেদক / ২৭৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৫:৫১ অপরাহ্ন

ঢাকার দক্ষিণখান এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশুপুত্র নিহত হয়েছেন। তাদের বহনকারী একটি মাইক্রোবাস লেভেল ক্রসিংয়ে উঠে পড়লে এতে ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মাইক্রোবাসটির চালকের আসনে ছিলেন নিহত নারীর স্বামী।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রেনের ধাক্কায় নিহতরা হলেন- মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার দুই বছরের ছেলে ফয়েজ আহমেদ।

মাইক্রোবাসের চালকের আসনে থাকা মিতুর স্বামী মো. হাসান আহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা তাদের মেয়েসহ তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান একটি রেন্ট এ কার কোম্পানির মাইক্রোবাস চালান। মহান বিজয় দিবসে ছুটির দিনে তিনি ভোরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।

বাসার কাছেই রেলগেইট পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

রেলওয়ে থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ট্রেনটি ওই পথ দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে পড়ে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মাইক্রো ছিটকে পড়ে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »