হবিগঞ্জের মাধবপুর নোয়াপাড়া সায়হাম গ্রুপের পক্ষ থেকে উপজেলার বহড়া ইউনিয়নের শাহজালাল সরকারি কলেজ মাঠে (বুধবার ১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা নোয়াপাড়া সায়হাম গ্রুপ এর পক্ষ থেকে ১৩৫ জন হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পরে সায়হাম গ্রুপের প্রতিষ্ঠা চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সাল জানান যে,প্রতি বছরের ন্যায় এবারও আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২০০০ অসহায় হিন্দু পরিবারের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া সায়হাম গ্রুপের অফিসার সহ স্হানীয় ও অস্হানীয় বিভিন্ন নেতৃ বৃন্দরা।