সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

মামুনুল হক ফের কাশিমপুর কারাগারে

নিজস্ব প্রতিবেদক / ২৫৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে ফের গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। খুলনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক জানান, সোমবার সকালে তাকে খুলনা কারাগার থেকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

এর আগে গত শুক্রবার মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়েছিল। রোববার তাকে একটি বিস্ফোরক মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এছাড়া এ মামলায় মামুনুল হককে আদালত গ্রেফতার দেখিয়ে আগামী ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেন।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর