কুষ্টিয়ার মিরপুর থানার হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজরাহাটি বাজার বনিক সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ৷
বৃহস্পতিবার বিকেল ৫ টায় খেলা শুরু হয়। খেলাটি ৩০ মিনিট করে ৬০ মিনিট খেলানো হয়। খেলায় একদিকে অংশ গ্রহণ করে উত্তর বাজারের দুকান মালিক সমিতি ফুটবল একাদশ অপর দিকে অংশ গ্রহণ করে দক্ষিণ বাজারের দুকান মালিক সমিতি ফুটবল একাদশ ৷
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ফাইনাল খেলায় শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে উত্তর বাজারের দুকান মালিক সমিতি ৷ এসময় দর্শকের উপস্থিতি ছিল বাধভাঙা । কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠ ।
প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সিরাজ ফকির ৷
খেলায় সেরা খেলোয়াড়,সেরা গোলকিপার, ম্যান অফ দ্যা ম্যাচ সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয় । খেলাটির আয়োজক কমিটির সভাপতি আঃ ছাওার মন্ডল, সাধারণ সম্পাদক সিরাজ মন্ডল, খোকন বিঃ, রাজা, রবি ৷
এসময় উপস্থিত ছিলেন, পোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুজ্জামান (মজনু) বিঃ, বিশেষ অতিথী এম, এ কাদের সেতু নির্বাহী পরিচালক, পোড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শইদুল ইসলাম (ছবেদ মেম্বার), সাবেক মিরপুর থানা ছাত্রলীগের যুগ্ন- আহবায়ক শাহিনুর রহমান, স্থানীয় ইউপি সদস্য দুলাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আঈন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন আহাম্মদপুর ক্যাম্পের ইনচার্জ অনব কুমার ৷