শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

মিরপুরে অটোবাইক মালিককে কুপিয়ে জখম : অটো ছিনতাই।

নিজস্ব প্রতিবেদক / ৬২২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ১২:৪৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে অটোবাইক মালিককে কুপিয়ে মারাত্মক জখম করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহঃবার (১২)আগষ্ট রাত নয়টায় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন ধাপালপাড়া কাঠালবাগানের কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন গ্রামের শুকুর আলীর ছেলে নীলচান(৩৫) পোড়াদহ থেকে অটোবাইকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়।পথিমধ্যে রাত ৯টার দিকে পারমিটন ধাপালপাড়া কাঠালবাগানের কাছে পৌছালে পূর্ব থেকে ওৎপাতা দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে অটোবাইক ছিনতাই করে নেয় এবং মিটন গ্রামের দিকের রাস্তায় রওয়ানা দেয়।স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে মিরপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।কিন্তু তার অবস্থা গুরুতর হলে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ব্যাপারে মিরপুর থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানান-আহত নীলচানকে মিরপুর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি।তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »