সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩৯৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ১০:৩৫ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর পৌরসভার নওপাড়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উক্ত গ্রামের হাফিজুল ইসলাম হ্যাপির ছেলে সিয়াম (১২) বাড়ির পার্শ্ববর্তী বরিশাল খালে ডুবে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাযায় সিয়াম ও তার বন্ধুরা ওইখানে ডিঙ্গি নৌকা নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে সিয়াম নৌকা থেকে উল্টে পানিতে পড়ে যায়। এরপর সে পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি সিয়ামের বন্ধুরা গোপন করে রাখে এবং পরিবারের কাউকে কোন কিছু জানানো হয়নি। এদিকে পরিবারের লোকজন সিয়ামকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে স্থানীয় জনগণ বরিশাল খাল থেকে সিয়ামের ভাসমান লাশ উদ্ধার কর। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান নাজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর