শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

মিরপুরে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক / ৩৮৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৬:৫৮ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুর রহমান মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নজ খন্দকার, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবীন আখতার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শহীদ শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া এবং গাছের চারা বিতরণ করা হয়। পরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর