সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:২৫ পূর্বাহ্ন

মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক / ১২২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৭:২০ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে পাখি ভ্যান ও পটাং এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস (৪৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটেছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বাবলু বিশ্বাস ছাতিয়ান ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মৃত আছান বিশ্বাসের ছেলে।

ওসি গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার ভোরে ছাতিয়ান থেকে পাখিভ্যান যোগে দিনমজুরের কাজে আসার পথে স্যালো ইঞ্জিন চালিত পটাং গাড়ির সাথে সংঘর্ষ হয়। এসময় পাখি ভ্যানে থাকা বাবলু বিশ্বাস গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!