কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আতিকুর রহমান তুষারকে আহ্বায়ক এবং ছাব্বির আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে৷ রোববার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়৷ কমিটির যুগ্ম-আহ্বায়ক সদস্যরা হলেন,কৌশিক আহম্মেদ, ফরিদুল ইসলাম, নিশান মল্লিক, শাওন গাজী, সাব্বির হোসেন, মুশফিকুর রহমান স্বজন, হাসানুর রহমান, ফিরোজ আহমেদ নাঈম। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, আনিসুর রহমান অনিক, আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম, আমির হামজা, মাহামুদুর হাসান তীব্র, সোহান ইসলাম হৃদয়, সাকিবুল ইসলাম, শামীরুল ইসলাম, মাসুদ রানা, সেজান মাহামুদ মিথুন, ছামিউল বাছিদ।