দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে বলিউড অভিনেতা ইমরান হাশমি ‘টাইগার ৩’তে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন। তবে, তিনি এ বিষয়ে এখন পর্যন্ত সব তথ্য গোপন রেখেছেন।
ইমরান হাশমি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আমি চলচ্চিত্রটির অংশ হওয়ার বিষয় নিশ্চিত করছি না বা অস্বীকার করছি না। আমি এই মুহূর্তে শুধু ‘চেহরে’ নিয়ে বলতে চাই। আপাতত আমার জিমের ছবিগুলো উপভোগ করুন।
ইমরান হাশমি কয়েকদিন ধরে ভক্তদের জন্য জিম থেকে প্রচুর ছবি আপলোড করছেন। কিন্তু, খলনায়কের চরিত্রের বিষয় নিয়ে কোনোভাবেই মুখ খুলছেন না।
ইমরান হাশমি বর্তমানে তার ‘চেহরে’র মুক্তির অপেক্ষায় আছেন। এই থ্রিলারটি পরিচালনা করেছেন রুমি জাফরি। এতে ইমরান হাশমির সঙ্গে রিয়া চক্রবর্তী, ক্রিস্টল ডিসুজা এবং অন্নু কাপুর অভিনয় করেছেন।