মুজিবনগরে প্রত্যাশা ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে মুজিবনগর থানার সামনে ফাউন্ডেশনের অফিস প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যাশা ফাউন্ডেশনের সভাপতি হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অফিসের (ভারপ্রাপ্ত) উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব।মেহেরপুর জজ কোর্টের এপিপি ও প্রত্যাশা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রত্যাশা ফাউন্ডেশনের সাবেক সভাপতি শাহিন হোসেন,বাগোয়ান ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য দিলিপ মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে প্রত্যাশা ফাউন্ডেশনের আগামীর পথ চলায় সার্বিক মঙ্গল কামনা করে অতিথিবৃন্দরা বিভিন্ন দিক নির্দেশনা অনুষ্ঠানে উপস্থিত প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্যবৃন্দদের।