বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

‘মেসি মানুষ না, মানুষদের মধ্যে সেরা রোনাল্ডো’

নিজস্ব প্রতিবেদক / ৩৩৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১০:২৮ পূর্বাহ্ন

ফুটবলে অলিখিতভাবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্যালন ডি’অরসহ নানা পুরস্কারের ছোঁয়ায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় এ দুজনের মাঝে।

দুই তারকার ভক্ত-অনুরাগীরাও প্রতিদ্বন্দ্বিতায় মাতেন সব সময়। মেসি না রোনাল্ডো – যুগের সেরা কে? – এ নিয়ে চলে বাকবিতণ্ডা। পরিসংখ্যানের পশরা মিলিয়ে বসেন তারা।

এবার সেই প্রশ্নের উত্তরে দারুণ এক জবাব দিয়েছেন দুই তারকারই এক সময়ের সতীর্থ জেরার্ড পিকে।

চার বছর রোনাল্ডোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার পর বার্সেলোনায় মেসির সঙ্গী হন পিকে।

মেসির সঙ্গে কাতালানে প্রায় ১৫ বছর খেলেছেন পিকে। তাই মেসি-রোনাল্ডোর বিষয়ে পিকের চেয়ে ভালো জানা নেই হয়ত আর কারো।

সম্প্রতি এক ক্রীড়া দৈনিক এই স্প্যানিশ তারকাকে জিজ্ঞেস করে, তার কাছে সেরা খেলোয়াড় কে?

জবাবে মেসি ও রোনাল্ডো – দুই তারকার প্রশংসায় পঞ্চমুখ হন পিকে। বলেন, ‘আমার মনে হয় তারা দুজনই দুর্দান্ত। আমরা দুজন সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। শুধু ফুটবলেরই না, ক্রীড়াঙ্গনের ইতিহাসেরই। আমি সবসময় বলি মেসির এমন প্রতিভা আছে, যেটা অন্য কারো নেই। আমি বোঝাতে চাচ্ছি তার বল কন্ট্রোল করার যে ক্ষমতা। মেসির পা থেকে বল দুই মিটার দূরেও যায় না। এটা সবসময় তার পায়ের কাছেই থাকে। তাকে ধরে ফেলাটা প্রায় অসম্ভব। আমি এমন প্রতিভা আর কারো মধ্যে দেখিনি। আর ক্রিশ্চিয়ানো আলাদা ধরনের ফুটবলার। অনেক আলাদা। সে লম্বা, শক্তিশালী, একদম পরিপূর্ণ। রোনাল্ডো যেকোনো কিছু করতে পারে। সে হেডে, ফ্রি কিকে, ওয়ান অন ওয়ান কিংবা পেনাল্টিতে গোল করতে পারে।’

এরপরও প্রশ্ন থেকেই যায়, তবে কে সেরা?

এবার জেরার্ড পিকে বলেন, ‘আমার জন্য মেসি মানুষ না কিন্তু মানুষদের মধ্যে রোনাল্ডো সেরা।’

এ কথা বলে সবশেষে মেসিকে রোনাল্ডোর চাইতে এগিয়েই রাখলেন মেসি। তবে রোনাল্ডোকেও খাটো করলেন না।

তথ্যসূত্র: স্পোর্টস বাইবেল, মিরর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »