মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

মেহেরপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক / ২৪৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৯:২৪ অপরাহ্ন

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত মেহেরপুরের মুজিবনগর উপজেলার ৪জন এবং গাংনী উপজেলার ৫ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।নবনির্বাচিত চেয়ারম্যান এর শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম রবি, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান।

গাংনী উপজেলা কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহমেদ, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস এবং বামুন্দী ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।শপথ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »