মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম(৩৫) নামের এক পিকআপ চালক নিহত হয়েছে।
বুধবার ভোরের দিকে সদর উপজেলার দরবেশপুর( কুলপালা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে
নিহত বকুল হোসেন সদর উপজেলার পিরোজপুর গ্রামের আবু বক্কর এর ছেলে।
এ সময় তার পিকআপের হেলপার বকুল হোসেন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী লিটন জানান, মনিরুল ইসলাম পিক-আপ নিয়ে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে যাবার পথে দরবেশপুর কুলপালা এলাকায় বালিবাহী ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
আলমডাঙ্গা হাপানিয়া ক্যাম্পের ইনচার্জ সাহাবুল ইসলাম জানান,সড়ক দুর্ঘটনায় নিহত পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকার কারণে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।