সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

মেহেরপুরে ৩ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক / ২৬০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩৭ অপরাহ্ন

মেহেরপুর জেনারেল হাসপাতালে ভ্রাম‍্যমান আদালত অভিযান চালিয়ে দালালির অপরাধে ৩ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে হাসপাতাল চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান
এসময় শাজাহান আলী, বাকের আলী এবং সোহাগ হোসেন নামের তিন যুবকের নিকট থেকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
শাজাহান আলী দিঘির পাড়া গ্রামের জামাত আলীর ছেলে, বাকের আলী একই এলাকার শামসুল হকের ছেলে এবং সোহাগ হোসেন দেলোয়ার হোসেনের ছেলে।

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিতরে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘন করায় ওই তিন যুবকের নিকট থেকে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আরও কয়েকজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এসময় মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম, এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই আহসান হাবীব, মাহাতাব উদ্দিন, হেলাল উদ্দিন, টিএসআই সুলতানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর