বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল আটক

নিজস্ব প্রতিবেদক / ৩৪৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২, ৭:৫৪ অপরাহ্ন

মেহেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে মিনারুল ইসলাম নামে এক দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল। ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডের নেতৃত্বে আজ (৯-ই জানুয়ারী) রবিবার দুপুর ১ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

আটকৃত মিনারুল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সোনাউল্লাহ মন্ডলের ছেলে। এ সময় আটক মিনারুলের কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার ৪ টি পাসপোট, বৈদেশিক মুদ্রা ও বেশ কয়েকটি আইডি কাড উদ্ধার করে ডিবি পুলিশ।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারা দন্ড দেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আবুসাঈদ।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় মিনারুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »