মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিখনের পিতার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ২৯৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৯:৩৪ পূর্বাহ্ন

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের পিতা গোলাম সরোয়ারের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার জানাজা শেষে নিজ গ্রাম চিতলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজা পূর্বে সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর(-২) গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী,মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মরহুমের পুত্র ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ প্রমূখ। জানাযা ও দাফন শেষে পারিবারি কবর স্থানে দাফন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাযা ও দাফনে অংশগ্রহণ করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »