মেহেরপুরে ইজিবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার বাড়াদী বাজার ও রাজনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার গঙ্গামারি গ্রামের নাজমুল হকের ছেলে সায়েম হোসেন(১১),সদর উপজেলার সুবিদপুর গ্রামের মোতালেব হোসেনের রাসেল আহমেদ(২০),একই গ্রামের আব্দুল আজিজের ছেলে সাজেদুর রহমান(১৯)।
এ ঘটনায় শিশু সায়েম ইজি বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে।তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এছাড়া মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে নসিমন উল্টে রাসেল ও সাজেদুর আহত হয়।খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহীতে রেফার্ড করে।