মোংলা বন্দর প্রতিষ্ঠার পর থেকেই সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
বাণিজ্যিক জাহাজ আগমনে প্রতি বছর তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ সহজ ও আরো অধিকতর ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। এ বন্দরের মাধ্যমে সাম্প্রতিক সময়ে তৈরী পোশাক শিল্প আমদানী-রপ্তানীর চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ইতোমধ্যে বিশ্ব বিখ্যাত তৈরী পোশাক আমদানীকারক প্রতিষ্ঠান M/S H & M HENNES & MAUNITZ LOGISTIC, POLAND মোংলা বন্দরের মাধ্যমে তৈরী পোশাক আমদানীতে আগ্রহ জানিয়েছেন।
মোংলা বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালী একাধিকবার মিটিং শেষে মঙ্গলবার ৬টি বিল অফ এন্ট্রির বিপরীতে ১৫৮৫ প্যাকেজের ২০ মেঃ টঃ তৈরী পোশাক ০২টি কন্টেইনারে স্টাফিং কার্যক্রম সম্পন্ন করেছেন।
এ তৈরী পোশাকগুলো গাজিপুরের ০৪ টি প্রতিষ্ঠান মেসার্স ফ্লেমিং ফ্যাসন লিঃ, মেসার্স মেট্রিক্স সুয়েটার লিঃ, দিগন্ত সুয়েটার ও লিবাস টেক্সটাইল লিঃ হতে রপ্তানীর উদ্দেশ্যে মোংলা বন্দরে আনা হয়েছে। কন্টেইনার দুইটি পরবর্তী কন্টেইনারবাহী জাহাজে পোল্যান্ডের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-সচিব মোঃ মাকরুজ্জামান মুন্সী।