শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

রাঙামাটিতে কৃষককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ৪১১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৯:৪২ পূর্বাহ্ন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় থোয়াই অং প্রু মারমা (৬৭) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার বিকাল ৫টার দিকে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ঘাগড়া থেকে বড়ইছড়ি রাস্তার কুকিমারাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত থোয়াই অং প্রু মারমা ওই এলাকার মৃত থোয়াই চা উ মারমার ছেলে। তিনি পেশায় কৃষক।

পুলিশ সূত্র জানায়, বিকালে থোয়াই অং প্রু মারমা কৃষিকাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারাপাড়ার রাস্তায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে যদি মামলা দেওয়া হয়, তবে থানায় নথিভুক্ত করা হবে।

তবে ধারণা করা হচ্ছে, পাহাড়ের আঞ্চলিক দলের মানুষ থোয়াই অং প্রু মারমাকে হত্যা করতে পারে। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর