রাজধানীর বাড্ডায় অফিস থেকে নুর নবী ভূঁইয়া (৬০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার আফতাবনগর ডি-ব্লকের ১ নম্বর রোডের ২৯/৩১ নম্বর ভবনের ১০ম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নুর নবী লামিরাল গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আবিরপাড়া গ্রামে।
অবিবাহিত নুর নবী অন্য ভাইদের সঙ্গে আফতাব নগরে ২ নম্বর রোডের একটি বাসায় থাকতেন।
নুর নবীর ছোট ভাই নুরুল কবির ভূঁইয়া বলেন, বড় ভাই নুরনবী লামিরাল গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। শুক্রবার অফিস বন্ধ ছিল। তারপরও সকাল ৯টার দিকে তিনি বাসা থেকে অফিসে যান। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।
বাড্ডা থানার এএসআই আব্দুল আউয়াল জানান, অফিসের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে চাদর দিয়ে ফাঁস লাগানো অবস্থায় নুর নবী ঝুলে ছিলেন।
তিনি আরও জানান, স্বজনরা দাবি করছেন তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
সূত্র: যুগান্তর