রাজধানীতে অভিযান চালিয়ে ১৮ মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী আমিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়স র্যাব ৪।রোববার (২২ আগস্ট) রাতে তাকে মিরপুরের পল্লবী এলাকা থেকে আটক করে র্যাব ৩।
র্যাব জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগজিনসহ চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী অস্ত্র প্রদর্শন সহ ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। সে অস্ত্রসহ তার দলবল নিয়ে এলাকায় মহড়া দিতো এবং অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের নিকট থেকে জোরপূর্বক চাঁদা দাবি করতো এবং কেউ চাঁদা দিতে না চাইলে সে তাকে মারধরসহ গুরুতর জখম করে তার নিকট হতে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করতো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করতো না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।