মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

রাজধানীতে বিপুল ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৮৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ন

রাজধানীর দারুস সালামে বিপুল ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার গাবতলীর বাঘবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মাইনুউদ্দিন ও মো. মিজানুর রহমান।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস জানান, ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা করা হয়েছে বলে জানান এ ডিবি কর্মকর্তা।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »