শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

রাজবাড়ীতে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২০৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৭:৩২ অপরাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবাসহ মো. রানা মোল্লা (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার সকালে গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাকের ফকিরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

রানা মোল্লা ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। মজিবর রহমান গোয়ালন্দে পৌর বিএনপির একাংশের সদস্য সচিব।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, রানা মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তিনি মাদকের একটি চালানসহ গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে বিএনপি নেতা মজিবর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রানার ঘর থেকে ৭০০ পিস ইয়াবা জব্দ ও তাকে গ্রেফতার করা হয়।

রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা মজিবর রহমান জানান, ছেলেকে আমি বহুবার নিষেধ করেছি। সে আমাদের কারো কথা শোনে না। মাঝে মধ্যে আমার ওপর চড়াও হয়। সে স্থানীয় সঙ্গদোষে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। তবে তিনি নিজে এর সঙ্গে সংশ্লিষ্ট নন বলে দাবি করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর