রাজশাহীতে ইব্রাহিম খলিল ওরফে রহমান (২৫) নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার রাতে মহানগরীর আলীগঞ্জ মধ্যপাড়া এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
এই শিবিরকর্মীর বাবার নাম এমদাদুল হক। তিনি মহানগর জামায়াতের রোকন। আর তার ছেলে ইব্রাহিম খলিল শিবিরের কর্মী বলে জানিয়েছেন মহানগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল।
তিনি জানান, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের নানা কর্মসূচি বানচালের উদ্দেশ্যে ইব্রাহিমের বাড়িতে গোপন বৈঠক চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইব্রাহিমকে আটক করা হয়। তার বাড়ি থেকে বেশকিছু বইও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ইব্রাহিমের বিরুদ্ধে আগে থেকেই মহানগরীর রাজপাড়া থানায় নাশকতার মামলা ছিল। নতুন করে তার বিরুদ্ধে আরেকটি নাশকতার পরিকল্পনার মামলা করা হয়েছে। আসামিকে রাতেই থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
খবর: যুগান্তর