রূপগঞ্জে গলায় ফাঁস নিয়ে এক নববধূ আত্মহত্যা করেছে। শুক্রবার ১৫ অক্টোবর বিকাল ৪ টার দিকে উপজেলার গোলাকান্দাইল উত্তর পাড়া মতিউর রহমান মতি মিয়ার বাড়িতে ফ্যানের সাথে উড়না দিয়ে ফাঁস নিয়ে ভাড়াটিয়ার আত্মহত্যার ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানান, নববধু জ্যোৎস্না আক্তার স্বর্ণা (২০) ঢাকা মীরপুর ১০ কাজীপাড়া এলাকার ভাড়াটিয়া রফিজুল মিয়ার মেয়ের সাথে বরিশাল জেলার বিমান বন্দর থানার রামপট্টি এলাকার সেন্টু প্রধানের ছেলে শাহীন প্রধানের বিবাহ হয়।
স্বামী শাহীন প্রধান জানান, গত দুই মাস আগে প্রেম করে মেয়ের বাড়ি মীরপুরে তাদের বিবাহ হয়। বিবাহের পর শাহীন জ্যোৎস্নাকে নিয়ে রূপগঞ্জের গোলাকান্দাইল মতিউর রহমান মতি মিয়ার বাড়িতে ভাড়া আসে।
শাহীন আরো জানান ৪টার দিকে বাহির থেকে এসে রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখে স্বর্ণাকে ডাকতে থাকি ডাক না শোনায় আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে স্বণাকে রুমের ভীতরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় । পুলিশ লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি আত্মহত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুলতা ফাঁড়ির এসআই দেলোয়ার।