বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

রোজার আগে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে জাতীয় পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ২৫০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন

পবিত্র রমজান মাসের আগে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জাতীয় পার্টি।

বুধবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জাতীয় পার্টি ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।

চাল, ডাল, তেল, আটা, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম রমজানের আগে না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেওয়া হয় মানববন্ধনে।

এ সময় বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এর বিপরীতে সরকারের টিসিবির কর্মসূচি অপ্রতুল। রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে নিয়ে না আসলে মানুষের ভোগান্তির সীমা থাকবে না। এ ব্যাপারে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

জাতীয় পার্টি নেতা সাজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, সদস্য সচিব মনির উদ্দিন মনির, ইউপি চেয়ারম্যান শওকত আলী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সাজিদুর রহমান সাজিদ, জেলা যুব সংহতি নেতা জসিম উদ্দিন সরকার, জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক ফরিদা বেগম, জাতীয় পার্টি নেতা ফয়েজুর রহমান, আব্দুল মন্নান, শামীম আহমদ, সিরাজ মিয়া, ফয়জুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া প্রমুখ।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »