মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

RAB-১২’র অভিযানে  ১০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক        

নিজস্ব প্রতিবেদক / ৩১৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৪:৪৫ অপরাহ্ন

১৭/০৫/২০২২(রোজ মঙ্গলবার) খ্রিঃ 
সকাল ০৯.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন উল্লাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ চর কাওয়াক গ্রামস্থ জনৈক আবুল কালাম আজাদ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০(দশ) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং নগদ ১,৩০০/-(এক হাজার তিনশত) টাকা জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীঃ জাহিদ হাসান নয়ন(৪০), পিতা-মৃত আব্দুল করিম খান, সাং-চরকাওয়াক, ভট্র কাওয়াক, ডাকঘর ও থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে ।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »