র্যাব-৫ রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২২ আগস্ট ২০২১ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন আড্ডা বাজারের পূর্ব পাশে অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, ০১টি বিদেশী রিভলবার, ০৫টি ওয়ান শুটারগান, ও ০১ রাউন্ড গুলিসহ ০২ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ হৃদয় (২৭), পিতা-মোঃ কিবরিয়া রাজু, সাং-শেখপাড়া, মোঃ শিশির (২০), পিতা-মোঃ আফাজ, সাং-হামিদপাড়া, উভয় থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়। অস্ত্রগুলো তারা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ক্রয় করে অটোরিক্সায় করে নওগাঁ নিয়ে যাচ্ছিল এবং পরবর্তীতে অস্ত্রগুলো ট্রাকে করে নওগাঁ হতে বগুড়ায় যাবে বলে তারা ঘটনাস্থলে স্বীকার করে।সম্প্রতিকালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান বলে ধারনা করা হচ্ছ।ধৃত অস্ত্র ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন অবৈধ অস্ত্র মুক্ত সমাজ গড়ুন।