সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

লালপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৪৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ১২:৩০ অপরাহ্ন

নাটোরের লালপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ মাসুদ খান (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার লালপুর-বাঘা সড়কের তিন খুঁটি বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদ খান গাজীপুর জেলার জয়দেবপুরের পূর্ব ভুরুলিয়ার ইব্রাহিম খানের ছেলে।

এ ঘটনায় রাতে লালপুর থানায় মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী জানান, ওই যুবককে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি পাওয়া যায়।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর