বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন

লিটনের লাশ ৬ দিনেও ফেরত দেয়নি বিএসএফ

নিজস্ব প্রতিবেদক / ১১৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ১১:০২ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া সীমান্তে গুলিতে নিহত লিটন হোসেনের লাশ ছয় দিন অতিবাহিত হলেও ফেরত দেয়নি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এদিকে লিটনের লাশ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার আমজাদ হোসেন। তিনি বলেন, লিটনের জাতীয় পরিচয়পত্রসহ লাশের ছবি যাচাই করতে বিজিবির উচ্চপর্যায়ে পাঠানোর কথা বলা হয়েছে। আমরা লাশ ফেরতের জন্য উচ্চপর্যায়ে সব কাগজপত্র পাঠিয়েছি। সেখান থেকে নির্দেশনা এলেই আমরা বিএসএফকে লাশ হস্তান্তরের জন্য চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানাব।’ তিনি বলেন, এর আগে গত সোমবার দুপুরে দৌলতপুরের জয়পুর সীমান্তের কাছে লাশ কীভাবে হস্তান্তর হবে তা নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।

নিহত লিটন উপজেলার প্রাগপুরের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর বিশ্বাসের ছেলে।

উল্লেখ্য, শনিবার এশার নামাজের কিছু আগে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ভারত থেকে একদল মাদক ব্যবসায়ী মাদক আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান লিটন। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!