সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন

শহরে চাকু হাতে মহড়া দেওয়া সেই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৯০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৯:২৩ অপরাহ্ন

বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় ঈদের পরদিন বুধবার বিকালে প্রকাশ্যে চাকু হাতে মহড়া দেওয়া নাফিউল ইসলাম নিরব (৩২) ধরা পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ায় ডিবি পুলিশের একটি দল রাতে তাকে শহরের কারবালা গোরস্থানের পাশে জহুরুলপাড়া থেকে গ্রেফতার করে।

এ সময় তার সহযোগীরা চারটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তার স্বীকারোক্তিতে সেউজগাড়ী এলাকা থেকে সেই বার্মিজ চাকুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই সাইদুজ্জামান চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই জুলহাজ উদ্দিন বৃহস্পতিবার দুপুরে নিরবকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড প্রার্থনা করেছেন।

পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, নাফিউল ইসলাম নিরব বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ার ফরিদুল ইসলাম লিটনের ছেলে। ঈদের দ্বিতীয় দিন গত বুধবার বিকালে নিবর ও তার সহযোগীরা সেউজগাড়ী কাইলার বাজার এলাকায় বার্মিজ চাকু হাতে এক যুবককে ধাওয়া করে। এরপর সে চাকু হাতে মহড়া দেয়। পথচারীদের কেউ কেউ তার ওই দৃশ্য ভিডিও করেন। তখন সে চিৎকার করে বলে, ‘ছবি তোলেন, ছবি তোলেন, আপনারা তো বড় সাংবাদিক’। কয়েক সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে শেয়ার করলে ব্যাপক ভাইরাল হয়।

বিষয়টি পুলিশের নজরে এলে নিরবকে গ্রেফতারে অভিযান শুরু হয়। ডিবি পুলিশের একটি দল বুধবার রাত পৌনে ১০টার দিকে শহরের কারবালা করবস্থানের দক্ষিণ পাশে জহুরুলপাড়া থেকে নিরবকে গ্রেফতার করে। এ সময় তার সহযোগীরা চারটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে নিরব জানায়, বার্মিজ চাকুটি সেউজগাড়ী হেলালের গুদামের পাশে ঘাসের মধ্যে ফেলে দিয়েছে। পরে সেখান থেকে চাকুটি উদ্ধার করা হয়। নিরব গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ জানান, বার্মিজ চাকু হাতে প্রকাশ্যে মহড়া দেওয়া নিরব কোনো পেশার সঙ্গে সম্পৃক্ত নয়। সে দীর্ঘদিন শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ৩-৪ জন সন্ত্রাসীকে নিয়ে শহরের সেউজগাড়ী কাইলার বাজার এলাকায় প্রকাশ্যে অবৈধ অস্ত্র উঁচিয়ে সন্ত্রাসী কার্যকলাপের জন্য মহড়া দিচ্ছিল।

তিনি আরও জানান, চাকু হাতে মহড়া প্রসঙ্গে নিরব কোনো সদুত্তর দিতে পারেনি। এ ব্যাপারে নিরবসহ চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে একটি মামলা আছে।

মামলার তদন্তকারী তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জুলহাজ উদ্দিন জানান, নিরবকে বৃহস্পতিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!