ঝিনাইদহে আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।স্থানীয় সরকার উপপরিচালক ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সেলিম রেজা পিএএ,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জনাব সালমা সেলিম।এছাড়া আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।ঝিনাইদহে এবছরে ৪৫৩ টি মন্ডপে দূর্গাপূজা উদযাপন হবে।গত বছরের চেয়ে মন্ডপের সংখ্যা এবার ৪৯টি বেশী।বক্তারা বলেন বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ৪৫৩টি মন্ডপে,এবার সুষ্ঠুভাবে পূজা উদযাপন করা হবে। এবছর সদরে ১০৪,শৈলকূপা ১২২,কালীগঞ্জে ৯৭, কোটচাঁদপুর ৫১,হরিনাকুন্ডু ৩২,মহেশপুর ৪৬ মন্ডপে দূর্গা পূজা উদযাপন করা হবে।পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম জানান,কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবে পূজামন্ডপগুলো,পর্যাপ্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।জেলা এবং উপজেলা পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টিম কাজ করবে।এদিকে পূজা উদযাপনে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিটি মন্ডপের অনুকূলে পাঁচশত কেজি করে চাল বরাদ্দ দিয়েছে ত্রাণ অধিদপ্তর।অতি দ্রুত মন্ডপগুলোর অনুকূলে বরাদ্দপত্র প্রদান করা হবে বলে জানা যায়।