মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক / ১১৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ১০:৩২ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে হাজারও মানুষের ঢল, এছাড়া পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।

শনিবার সকালে মানুষের চাপ থাকলেও লঞ্চ চলাচল শুরু হওয়ার পর এখন আর সেই চাপ কমতে শুরু করেছে।

শুক্রবারের মতো আজও সকালে সাহরির পর পার হওয়ার জন্য ঘাটে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। তাই সকালবেলায় মানুষের ভিড় জমে যায়। কিন্তু লঞ্চ চালু হওয়ার পর ঘাটে এই মুহূর্তে মানুষের তেমন একটা চাপ নেই।

এর আগে শুক্রবার বৈরি আবহাওয়ার কারণে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ার রাত ৯টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ ভোর থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, সকালে লঞ্চ শুরু হওয়ার আগে মানুষের চাপ ছিল। লঞ্চ শুরু হওয়ার পর সেই চাপ এখন আর নেই।

তবে ঘাটে পারের অপেক্ষায় পাঁচ শতাধিক ছোট যানবাহন রয়েছে। শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি চলাচল করছে বলে জানান সহকারী ব্যবস্থাপক।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!