বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক / ১৫০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১০:০০ অপরাহ্ন

স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কারপ্রাপ্ত হওয়ায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।এ উপলক্ষে সোমবার (১১ এপ্রিল) দুপুরে শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার শেফালী বেগম,উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা,শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শৈলকুপা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ লিয়াকত হোসেন।সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।উল্লেখ্য,স্বাস্থ্যখাতে অবদান রাখায় ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ পেয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত ৩১ মার্চ (বৃহস্পতিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক’র হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!