বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

শৈলকুপা থেকে ০২জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক / ২৯৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২, ৭:২৩ অপরাহ্ন

ঝিনাইদহের শৈলকুপা হতে ০২টি আগ্নেয়াস্ত্র সহ ০২জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬,ঝিনাইদহ।শনিবার (১৯ মার্চ ২০২২) র‌্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গাড়াগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি শনিবার রাতে শৈলকুপা থানার গাড়াগঞ্জ বাসষ্ট্যান্ডের তিন রাস্তা মোড়স্থ এলাকায় অভিযান পরিচালনা করে ০২জন অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ বিল্লাল হোসেন (৩৫), পিতা-মৃত মোশারফ শেখ,মাতা- মোসাঃ মমতাজ বেগম,সাং- ঝাউদিয়া ও সিজান (২২), পিতা- মৃত মজিদ শেখ,মাতা- আন্না খাতুন, সাং- হাবিবপুর, উভয় থানা- শৈলকুপা,জেলা-ঝিনাইদহ,থেকে গ্রেফতার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে হতে ০১টি বিদেশী পিস্তল ০১টি পিস্তলের ম্যাগাজিন ০৩ রাউন্ড গুলি ও ০১টি ওয়ান শুটারগান, ০১টি ষ্টিলের তৈরী বিদেশী ড্যাগার ০৩টি মোবাইল সেট ০৫টি সিমকার্ড এবং নগদ-১৩৯৮০/-টাকাসহ উদ্ধার করা হয়।জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতদেরকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »