সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে এ সঙ্গে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল পৌনে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানায় আবহাওয়াবিদ খো : হাফিজুর রহমানের সই করা সতর্কতা বলা হয়েছে-নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর তীব্র ঝড় বয়ে যাওয়ার সংখ্যা রয়েছে
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টির ও কথা জানানো হয়েছে সতর্কতায়। এইসব অঞ্চলে নদী বন্দর গুলোকে এক নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলেছেন আবহাওয়া অফিস।