শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

সাংবাদিক ফারুক আহমেদ পিনু’র ৪র্থ তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক / ৫৪৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১, ১০:২০ অপরাহ্ন

দুর্বার বাংলা২৪// বে-সরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির স্টাফ করেসপনডেন্ট প্রয়াত সাংবাদিক ফারুক আহমেদ পিনুর চতুর্থ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার দুপুরে শহরের হাসপাতাল মোড়স্থ দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহাফিলে উপস্থিত ছিলেন,দৈনিক কুষ্টিয়ার দর্পন পত্রিকার সম্পাদক মজিবুল শেখ।

কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ন সচিব ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি আল-মামুন সাগর, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)’র

কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার কাগজের সম্পাদক নুর-আলম দুলাল, একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম, আরটিভির স্টাফ রিপোর্টার
শেখ হাসান বেলাল,এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী ,
দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি জাহিদুজ্জামান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদ হাসান, দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি এম জুবায়ের রিপন, দৈনিক নয়া দিগান্তের নুরুল কাদির, দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আবদুর রাজ্জাক বাচ্চু,দৈনিক সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, দীপ্ত টিভির কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, যমুনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, দৈনিক দিনের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রাজ্জাক,

এনটিভির ক্যামেরা পারসন আসিফুরজ্জামান শারফু প্রমুখসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক
মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহাফিল শেষে বিকেলে ভেড়ামারার মহারাজপুর গোরস্থানে প্রয়াত সাংবাদিক ফারুক আহমেদ পিনুর
কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তিনদিন ব্যাপী অনুষ্ঠান ছিল। ৬ আগস্ট বাড়াদী উত্তরপাড়ায় দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ ও ৭ আগস্ট কুষ্টিয়ার ঈদগাহপাড়ায় আল-আমিন এতিমখানায় দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ এবং ৮ আগস্ট দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,২০১৭ সালের ৮ আগস্ট ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক আহমেদ পিনু মৃত্যুবরণ করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর