সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়।এতে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা,সারাদেশে সাংবাদিক নির্যাতন,গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।পরে ১৪ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন নেতৃবৃন্দ।