সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

সাপ মেরে জঙ্গলে ফেলে আসার পর মৃত্যু হলো তার

নিজস্ব প্রতিবেদক / ৩২৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৪ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে বিষধর সাপের কামড়ে স্বপন সাঁওতাল গিরিশ নামে (৪০) এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার সুরমা চা বাগানের রেংঘুটিলা এলাকায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

স্বপন সাঁওতালের কলেজপড়ুয়া মেয়ে হীরামনি জানান, বৃহস্পতিবার রাতে প্রতিবেশী শ্যামল সাঁওতালের ঘরে একটি সাপ ঢুকে। তার বাবাকে খবর দিলে তিনি সাপটি ধরে বিভিন্ন লোকজনকে দেখানোর পর বাড়িতে নিয়ে আসেন। কোন এক সময় হাতে কামড় দিলেও তিনি বুঝতেই পারেননি।

স্বপনের স্ত্রী অনিতা সাঁওতাল জানান, রাত ১২টায় সাপ নিয়ে বাড়িতে এলে তিনি তার ভাসুরকে ডাকতে চান। তখন স্বপন সাপটি নিয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং মেরে জঙ্গলে ফেলে আসেন। কিছুক্ষণ পর স্বপনের শরীরে যন্ত্রণা শুরু হয়।

মেয়ে হীরামনি ডান হাতে সাপের কামড় দেখতে পেয়ে রশি দিয়ে বেঁধে দেন। এরপর কবিরাজ ডেকে মৃত সাপটি খুঁজে এনে ঝাড়ফুঁক করেন। শুক্রবার সকালে স্বপন সাঁওতাল মারা যান।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর