তৃতীয় শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র বিল্লাল হোসেন হত্যা ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারটি।শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মামা আব্দুল্লাহ।তিনি বলেন,২০১৯ সালের জানুয়ারি মাসের ৩ তারিখ সন্ধায় নিখোঁজ হয় বিল্লাল হোসেন।পর দিন বেলা ১১ টায় ঝিনাইদহ পৌর এলাকার মুরারীদহ নিজ গ্রামের একটি কলা ক্ষেতে বিল্লাল হোসেনের লাশ দেখতে পায় এলাকাবাসী।এঘটনায় ৪ জনকে আসামী করা হলেও ১ জন পলাতক রয়েছে এবং বাকি ৩ জন জামিনে মুক্তি পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে লিখিত বক্তব্যে জানানো হয়।
বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছেন নিহত বিল্লাল হোসেনের পরিবারটি।বিল্লাল হোসেন হত্যার ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে আসামীদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বিল্লাল হোসেনের পিতা শহিদুল ইসলাম,মাতা রাজিয়া খাতুন,বড় ভাই হযরত আলীসহ স্থানীয়রা।