বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

স্ত্রীর যৌতুক মামলায় ইমাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩১৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন

স্ত্রীর যৌতুক মামলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মো. তৈয়াবুর রহমান নাজিম (৩৮) নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার দরিপদ্মবিলা নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাজিম ওই গ্রামের হাসান কাজীর ছেলে। তিনি উপজেলার তেঘরিয়া গ্রামের একটি মসজিদে ইমামতি করতেন।

কাশিয়ানীর থানার এসআই দেওয়ান সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালে উপজেলার গোয়ালগ্রামের হাবিবুর রহমানের মেয়ে মাহমুদা খানমকে পারিবারিকভাবে বিয়ে করেন মো. তৈয়াবুর রহমান নাজিম। কয়েক বছর সংসার করার পর মনোমালিন্যের কারণে স্ত্রী মাহমুদাকে তালাক দেন নাজিম।

এরপর নাজিম দ্বিতীয় বিয়ে করে চার বছর সংসার করার পর তাকেও তালাক দেন। পুনরায় প্রথম স্ত্রী মাহমুদাকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে নাজিম যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তার স্ত্রী মাহমুদাকে নির্যাতন করেন। এক পর্যায় মাহমুদা তার বাবার বাড়ি থেকে ৮০ হাজার টাকা এনে নাজিমকে যৌতুক দেন। পুনরায় নাজিম যৌতুক দাবি করলে মাহমুদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারপিট করেন নাজিম।

মঙ্গলবার মাহমুদা কাশিয়ানী থানায় একটি যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করেন। এ মামলায় নাজিমকে গ্রেফতার করে পুলিশ।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান জানান, তৈয়াবুর রহমান নাজিমকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »