রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক / ৪১২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ৮:১৪ অপরাহ্ন

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে অটোভ্যানের ধাক্কায় হাদিসুর রহমান (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার পৌনে ১১ টার দিকে আমঝুপি-গাঁড়াডোব সড়কের খোকসা শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত হাদিসুর খোকসা গ্রামের শেখপাড়া এলাকার জসিরুল ইসলামের ছেলে।

স্থানীয় হাফিজুল ইসলাম জানান, আমঝুপি বাজার থেকে যাত্রীবাহি একটি অটোভ্যান গাঁড়াডোব গ্রামের দিকে যাচ্ছিল।এসময় অটোভ্যানটি খোকসা গ্রামের শেখপাড়ায় পৌঁছালে শিশু হাদিসুর সহ কয়েকজন বন্ধু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় হাদিসুরের অটোভ্যানের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।স্থানীয়রা আহত হাদিসুরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।হাদিসুরের এ মর্মান্তিক মৃত্যুতে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান,লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »